ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট ও ঢাকা নর্থ জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এটি অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে আরও বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মুহাম্মদ শাব্বির, মোহাম্মদ উল্লাহ ও মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এম. শহীদুল এমরান। সম্মেলনে ব্যাংকের ঢাকা ইস্ট ও নর্থজোনের জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।