বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সারাদেশে ১২৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ জরিমানা করা হয়েছে। প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামানিক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, মো. মাগফুর রহমান, মাহমুদা আক্তার ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর-৬, ধানমন্ডি ও শ্যামবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে আলাউদ্দিনের ফলের দোকান, মিজান ফল ভান্ডার, মেসার্স সাদিয়া বাণিজ্যালয়কে যথাক্রমে ৫শ’ টাকা, ৫শ’ টাকা, ১ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রির অপরাধে অংকুর কসমেটিকস, নিউ লাইফ ফার্মেসিকে যথাক্রমে ৫ হাজার টাকা, ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে বাংলা কিচেন, সাদিক অ্যাগ্রোকে যথাক্রমে ৩ হাজার টাকা, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে জাকের ডেইরি ফার্মকে ৫০ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার, মাম অ্যান্ড লিটিল ওয়ানস, মিতালী আড়তকে যথাক্রমে ৩ হাজার টাকা, ২৫ হাজার টাকা, ৫শ’ টাকা জরিমানা করা হয়। অর্থাৎ গত ৫ অক্টোবর ২০২১ তারিখে মোট ১ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩১ বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রি, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, ভেজাল পণ্য বা ওষুধ বিক্রি, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা ইত্যাদি দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানো এবং মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ৮৪টি প্রতিষ্ঠানকে আট লাখ ৮২ হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
গত ৫ অক্টোবর ২০২১ তারিখে সর্বমোট ৫১টি বাজার তদারকি কার্যক্রম পরিচালনা ও ৩টি লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৯টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)সহ সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিদের অধিদপ্তর পরিচালিত বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন। বাজার অভিযানকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫১ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, ময়মনসিংহ, গাজীপুর, ফরিদুর, রাজবাড়ী, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, খুলনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, মাগুরা, ঝিনাইদহ, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও পাবনায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।