হঠাৎ করেই বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৮০ টাকা। পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসছে এবং সেখানে দাম বাড়ার ফলে বাংলাদেশের বাজারেও বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, খুচরা বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৬৭-৭০ টাকা। অথচ গত পাঁচদিন আগে খুচরা বাজারে পেঁয়াজের কেজি ৪৫ টাকা বিক্রি হয়। আর পাইকারিতে কেজি ছিল ৪০ টাকা। এ হিসাবে চারদিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম ৩৫ টাকা বেড়েছে।
বুধবার (৬ অক্টোবর) কারওয়ানবাজারে বাজার করতে আসা ওসমান গণী জানান, ‘বাজারে পেঁয়াজ কিনতে আসলাম। এসে দেখি পেঁয়াজের বাজারে আগুন। বর্তমানে পরিস্থিতিতে এত দামে পেঁয়াজ কিনতে হলে মাসের দিনগুলো চলবে কীভাবে? পেঁয়াজের পাশাপাশি বাজারে অন্যসব সবজির দামও চড়া।’
কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ার চিত্র দেখে আমরাও অবাক। কারণ, বাজারে সরবরাহের ঘাটতি নেই। ভারত পেঁয়াজ দেয়া বন্ধ করেনি। তবে ভারতেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। যে কারণে আমাদের বাজারে পেঁয়াজের দাম যতটুকু বাড়ার কথা তার থেকে বেশি বেড়েছে বলে মনে হচ্ছে।’
ব্যবসায়ীরা আরও বলেন, ‘কাঁচামালের দাম নির্ভর করে সরবরাহের ওপর। বাজারে মাল বেশি থাকলে দাম কমবে। আবার মালের ঘাটতি থাকলে দাম বাড়বে, এটাই স্বাভাবিক।’