বিশ্ব বিনিয়োগ সপ্তাহের উদ্বোধন আজ

0
95

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধন আজ। এই উপলক্ষ্যে বিকেল ৪ টায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে বিনিয়োগকারীদের সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বিনিয়োগ সপ্তাহ (৪-১২ অক্টোবর) উপলক্ষে ‘রোল অব সাসটেইন্যাবল ফাইন্যান্স অ্যান্ড ফ্রোড অ্যান্ড স্কেম প্রিভেনশস ইন প্রটেকটিং দ্য ইন্টারেস্ট অব দ্য ইনভেস্টরস অ্যান্ড ইনভেস্টরস অ্যাওয়্যারনেস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান।

প্রধান অতিথি হিসেবে থাকবেন ইনভেস্টরস অ্যাওয়ারনেস প্রোগ্রামে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের সেক্রেটারি। বক্তব্য রাখবেন কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। এছাড়া অ্যাওয়ারনেস প্রোগ্রমে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ৫ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করবে অ্যাসোসিয়েশন অব ক্রেডিট রেটিং এজেন্সিস ইন বালাদেশ (এসিআরএবি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। ৬ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

৭ অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করবে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড। ৯ অক্টোবর অনুষ্ঠান করবে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়্যাল ফান্ড। ১০ অক্টোবর অনুষ্ঠান করবে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ একাডেমি অপর সিকিউরিটিজ মার্কেট।

এছাড়া ১১ অক্টোবর অনুষ্ঠান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট। ১২ অক্টোবর অনুষ্ঠান করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here