আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিওদের ওরিয়েন্টেশন

0
68

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে নতুন নিয়োগকৃত ১১৬ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের (এমটিও) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ অক্টোবর) রাজধানীর গুলশান ক্লাব অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম, আক্তার কামাল, মো. মাজহারুল ইসলাম এবং এআইবিটিআরআই ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকার। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ্।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী নতুন নিয়োগকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতার মাধ্যমে একজন আদর্শ ব্যাংকার তৈরি হয়। প্রত্যেককে সেবামূলক মনোভাব নিয়ে প্রচলিত আইন ও নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের দিকনির্দেশনা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে।

শরিয়াহ্ পরিপালনের মাধ্যমে গ্রাহককে অত্যাধুনিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here