সমন্বিত ৭ ব্যাংকের সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল) পদে বাছাইকৃত প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। চলতি মাসের ১১ তারিখে রাজধানী ঢাকার সেন্ট্রাল উইমেনস কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিন বিকাল ৩ টা থেকে পরীক্ষা শুরু হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়েছে, বাছাইকৃত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েব সাইট https://erecruitment.bb.org.bd থেকে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুসারে প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
এছাড়াও পরীক্ষা কেন্দ্রে প্রবেশপত্র ব্যতীত মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র নিয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, প্রবেশপত্র ও মাস্ক ছাড়া কোন প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।