ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রধান কার্যালয়ে কেক কাটা ও দোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আইসিবি-র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।