শেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে সূচক, লেনদেন

0
85

আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (২৮ সেপ্টেম্বর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারে লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেনও। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে সাত হাজার ২৯৭.২৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৮৫.২৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৯১.৮২ পয়েন্টে। ডিএসইতে মঙ্গলবার ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৬৪টির বা ৪৩.৭৩ শতাংশের, দর কমেছে ১৭২টির ৪৫.৮৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির বা ১০.৪০ শতাংশের দর।

ডিএসইতে মঙ্গলবার দুই হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে যা আগের দিনের চেয়ে ২৫৪ কোটি ৮৬ লাখ টাকার বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকার।

এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৮.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৩৩৭.১০ পয়েন্টে। লেনদেনে অংশ নেয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৩১টির ও ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসইর ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৩১ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার ৬৭ বার হাত বদলের মাধ্যমে ২৫ কোটি ১৯ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার শাহজিবাজার পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭২টির বা ৪৫.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস মুন্নু সিরামিকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫৯.৯০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৫১.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮.২০ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু সিরামিক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর ৪.১০ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৪.০৫ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.৭৩ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ৩.৭২ শতাংশ, সিভিওর ৩.৫৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৪১ শতাংশ, ঝিলবাংলা সুগারের ৩.১২ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৩.০৬ শতাংশ এবং মিথুন নিটিংয়ের শেয়ার দর ৩.০৬ শতাংশ কমেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৯০ টাকায়। মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৮.৬৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশবন্ধু পলিমার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমসের ৭.৮৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৭.৬৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৭.০৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৬.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৭৬ শতাংশ, সিমটেক্সের ৬.৪২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬.১১ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬.০৮ শতাংশ এবং সাইফ পাওয়ারের শেয়ার দর ৫.৮০ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ১১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি মোট ১ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৮৪০টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার ৭৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ২৩ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭৮ লাখ ৪৫ হাজার ১৫৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৯ কোটি ২৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক, বেক্সিমকো ফার্মা, জিপিএইচ ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, বিবিএস কেবলস ও ম্যাকসন্স স্পিনিং লিমিটেড।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here