এখন থেকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ওয়ান-স্টপ সার্ভিসে পাওয়া যাবে পরিবেশ অধিদফতরের ২৪টি সেবা। বিসিকের সঙ্গে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিসিক সম্মেলন কক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।
এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তারা বিসিক শিল্প-নগরীগুলোতে শিল্প স্থাপনের জন্য পরিবেশ অধিদফতরের প্রধান ৬টি সেবা এবং তৎসংলগ্ন ১৮টি সেবাসহ মোট ২৪টি সেবা বিসিক ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
সেবাগুলো হলো : পরিবেশগত ছাড়পত্র, পরিবেশগত ছাড়পত্র নবায়ন,পরিবেশ অবস্থানগত ছাড়পত্র অনুমোদন রেফারেন্সের শর্ত (টিওআর) অনুমোদন ও জিরো ডিসচার্জ অনুমোদন।
এছাড়াও ক্যাটাগরির ভিত্তিতে অন্যান্য সেবাসমূহ হলো : পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (লাল), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র প্রদান (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র প্রদান (সবুজ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (লাল), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-ক), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (কমলা-খ), পরিবেশগত ছাড়পত্র নবায়ন (সবুজ), ইআইএ অনুমোদন (লাল), ইআইএ অনুমোদন (কমলা-ক ও খ), টিওআর অনুমোদন (লাল), টিওআর অনুমোদন (কমলা-ক ও খ) এবং জিরো ডিসচার্জড অনুমোদন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম, পরিবেশ অধিদফতরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো. শামীম, পরিচালক (আইটি) ফরিদ আহমেদ প্রমুখ।