জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে ১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিএ থানাস্থ লিংকরোড এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার তেজগাঁও শিএ এলাকায় অবস্থিত মেসার্স আইডিয়াল ফিলিং স্টেশন, ১৯১এ, মীর শওকত সড়ক, লিংক রোড, ঢাকা-১২০৮কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ফিলিং স্টেশনের ব্যবহৃত ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৩০ মি.লি. এবং ১৭০ মি.লি. তেল কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রোশনা আক্তার অংশগ্রহণ করেন।