পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফিন্যান্সের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে মূলধন বাড়াতে পারবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণের জন্য আগামী ২৩ নভেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
ইজিএমের জন্য আগামী ২১ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।