চট্রগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই’র সমন্বয়ে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় ফ্যাশন ফুড ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও মোড়কজাত করে বিক্রির জন্য ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান। সহায়তা করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) ফারহানা জাহান পারুল ও প্রকৌশলী মো. জিল্লুর রহমান।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। তাদের সতর্ক করা হয়েছে।