বনফুলের বিরুদ্ধে মামলা করল বিএসটিআই

0
108

মোড়কজাতকরণ সনদ ছাড়া পণ্য বাজারজাত করায় খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বনফুল অ্যান্ড কোং-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোং-কে ২৫ হাজার অর্থদণ্ডের পাশাপাশি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সংস্থাটির পরিদর্শক (মেট্রোলজি) রুবিনা আখতার অংশ নেন।

আপনার মতামত প্রদান করুন

Please enter your comment!
Please enter your name here