গত সপ্তাহে (১২-১৬ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে যার ২৩ শতাংশের বেশি হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ৩৭৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৩.২৬ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে। ১০ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে। কোম্পানিটির ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৮০৮টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৩০ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সে ৩.৩৭ শতাংশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৩.০২ শতাংশ, সাইফ পাওয়ারটেকে ১.৮৩ শতাংশ, বিএটিবিসিতে ১.৮০ শতাংশ, লাফার্জহোলসিমে ১.৭০ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালসে ১.৬৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ১.৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সে ১.৪৫ শতাংশ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে ১.৪৪ শতাংশ লেনদেন হয়েছে।